পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল! পাঁচিলের একাধিক জায়গায় ফাটল ধরেছে বলে খবর। ইতিমধ্যেই ফাটল ধরা পাঁচিল সারানোর জন্য ইতিমধ্যেই ওড়িশা সরকারকে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মেরামতির জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চেয়েছে তারা।
দিনকয়েক আগে মন্দিরের পাঁচিলে ফাটল দেখতে পান মন্দির কর্তৃপক্ষ। তার পরেই মন্দিরের কাঠামো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। জানা গিয়েছে, পুরীর মন্দিরের মহাপ্রসাদ পাওয়া যায় যেখান থেকে, সেই আনন্দবাজারের বর্জ্য জল পাঁচিলকে দুর্বল করছে। প্রায় ১২০০ বছরের পুরনো কাঠামো এটি। দীর্ঘদিন ধরে পাঁচিল বর্জ্য জলের সংস্পর্শে আসতে আসতেই পাঁচিলের গায়ে চিড় দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া শেত্তলাও পড়েছে পরতে পরতে। তার ফলে পাঁচিল বেশি করে দুর্বল হচ্ছে।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, কেন চিড় ধরছে সেই কারণটা আগে খুঁজে বের করা দরকার। সেই বিষয়টাই খতিয়ে দেখছে এএসআই। ফাটল সারানোর কাজও শুরু করা হয়েছে।
আরও পড়ুন- নয়া উদ্যোগ! এবার ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য