আরও নমনীয় রাজ্য! এবার আবাস যোজনায় ভূমিহীন উপভোক্তাদের জমি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
4

আবাস যোজনায় বাড়ি পাওয়ার অন্যান্য শর্ত পূরণ করলেও জমি না থাকার কারণে যারা বাড়ি পাচ্ছেন না রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে। তাদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে আবাস যোজনা প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে সমীক্ষার কাজ চলছে। সেই সমীক্ষায় উঠে এসেছে আবাসের অন্যান্য শর্ত পূরণ করলেও অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব জমি নেই। এই ধরনের আবেদন সহানুভূতির সঙ্গে বিচার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তাঁদের খাস জমির পাট্টা দিয়ে আবাসের টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা আবাসের জন্য যোগ্য কিন্তু ভূমিহীন বলে টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে চেষ্টা করা হবে আশেপাশে সরকারের খাস জমি থাকলে সেখান থেকে তাঁদের যাতে জমি দেওয়া হয়। সমীক্ষক দলকে নির্দেশ দেওয়া হয়েছে আবাসে এ ধরনের আবেদনকারীদের তালিকা তালিকা অতিরিক্ত জেলাশাসক ও ডিএলএলআরও-দের কাছে জমা দিতে হবে। তাঁরাই জমি সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, আবাস যোজনার ক্ষেত্রেও এই ধরনের জমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে এ বার রাজ্য নিজের কোষাগার থেকেই একশো শতাংশ টাকা দিচ্ছে বাড়ি তৈরির জন্য। তাই কোনও ভূমিহীন যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের নির্দেশও দিয়েছেন। যদিও এখনও অবধি এর কোনও সরকারি নির্দেশিকা বার হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, ভূমিহীনদের বাড়ি তৈরির বিষয়টিও সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।