২৬ শে সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল হাওড়ার Ludlow জুট মিল। স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের হামলার পরই মালিকপক্ষ মিলে তালা লাগানোর সিদ্ধান্ত নেন। উলুবেড়িয়ার চেঙ্গাইল অঞ্চলের এই মিলে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ সমস্যায় পড়েন। এরপর স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের শ্রমদফতরের উদ্যোগে পুজোর মধ্যেই শ্রমিকদের বোনাস এবং মজুরি দিয়ে দেওয়া হয়। নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে একাধিক মিটিং করার পরও কিছুতেই মিল খোলা যাচ্ছিল না। অবশেষে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bandopadhyay) উদ্যোগে নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হল।
নভেম্বরের প্রথম দুই দিনে শ্রম দফতরে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক ও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, INTTUC- র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক এবং জুট শ্রমিক ইউনিয়ন নেতা সোমনাথ শ্যাম, Ludlow জুট মিলের মালিকপক্ষ এবং মিলের ৮ টি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। শ্রম দফতরের তরফে উপস্থিত ছিলেন তীর্থঙ্কর সেনগুপ্ত, স্পেশাল শ্রম কমিশনার, হাওড়া ও কলকাতার ডেপুটি শ্রম কমিশনার । এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার ) থেকে মিলের মেইনটেনেন্স চালু হবে এবং ১১ নভেম্বর থেকে পুরোদমে কাজ হবে।