বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা নিয়ে বরবার বাগ্মিতা দেখাতে গিয়ে পা পিছলে পড়ছে বিজেপি নেতারা। কখনও নাম, কখনও ভুল তথ্য পেশ করে দেখিয়ে দিয়েছেন আদতে বিজেপি বাংলার সংস্কৃতির পরিপন্থী। এবার বাংলার যাত্রাশিল্পকে (Jatra artists) চরম অসম্মানিত হতে হল খেজুরির বিজেপি নেতাদের (BJP leaders) হাতে। মারধর থেকে মহিলা শিল্পীদের গায়ে হাত দেওয়ার মতো অপরাধের ঘটনায় সরব বাংলার শিল্পীমহল।
পুজোর উৎসবের মরশুমে গ্রাম বাংলার অন্যতম আকর্ষণের বিনোদন যাত্রা। শহরের যাত্রার দলগুলি তাই পুজোর আগে নতুন উপস্থাপনা নিয়েও তৈরি থাকে পুজোর সময় তুলে ধরার জন্য। সেই রকমই কলকাতার একটি যাত্রার দল পূর্ব মেদিনীপুরের (East Medinipur) খেজুরিতে (Khejuri) যাত্রা পরিবেশন করতে যায় শনিবার রাতে। খেজুরি বাজার কালীমন্দির কমিটির আয়োজনে যাত্রার শেষে হঠাৎই একদল বিজেপি নেতা তাঁদের উপর চড়াও হয়।
যাত্রা শিল্পীদের তোলা ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা যায় তিন নেতা রীতিমত শিল্পীদের গায়ে হাত তোলেন। ভিডিও করা হলে সেই মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। শিল্পীরা অভিযোগ করেন খেজুরি-২ মণ্ডল বিজেপি সভাপতি সন্দীপ দাস, বিজেপি যুব নেতা প্রিতম হাজরা ও বিজেপি নেতা সন্দীপ বেরা নামে তিন নেতা হঠাৎ এই হামলার ঘটনা ঘটিয়েছিলেন। মারধর করা হয় অভিনেতা অরূপ বন্দ্যোপাধ্যায়, মহিলা শিল্পী তিস্তার গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ।
পরে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। পালিয়ে যায় এক মূল অভিযুক্ত। পুলিশ যেভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ও শিল্পীদের এলাকা থেকে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করে তাতে ধন্যবাদ জানান যাত্রাদলের শিল্পীরা। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করেন অন্যান্য শিল্পীরাও। শিল্পীদের একজোট হয়ে এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রচারও চালানো হয়।