উৎসবের মরশুমে নাশকতা পিছু ছাড়ছে না জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)। এবার হামলার লক্ষ্য সাধারণ ভূস্বর্গবাসী। রবিবারের ব্যস্ত সময়ে শ্রীনগরের বাজারে (Srinagar market) গ্রেনেড (granade) হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রায় ১২ জন আহত হওয়ার দাবি স্থানীয়দের। ঘটনার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা।
রবিবার শ্রীনগরের বাজার সকালে সাধারণ মানুষের ভিড়ে ঠাসা থাকে সাধারণত। সেই সময়ই গ্রেনেড (granade) হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোঁড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকতে পারে। ফলে সেটি সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পড়ে যায়। অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএমএইচএস হাসপাতালে (SMHS Hospital)।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শনিবারই ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে কান্যরে (Kanyar) এক জঙ্গির মৃত্যু হয়। এরপরই একেবারে সাধারণ মানুষের উপর হামলার ঘটনা। স্থানীয়দের দাবি, কাশ্মীরে যখন নাশকতা চূড়ান্ত পর্যায়ে ছিল, সেই সময়ও এভাবে আতঙ্কের মধ্যে পড়তে হয়নি তাঁদের। কীভাবে এত জঙ্গীর অনুপ্রবেশ (infiltration) ঘটছে, প্রশ্ন সাধারণ মানুষের।