মাঝ আকাশে বিপত্তি! কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের

0
4

মাঝ আকাশে বিপত্তি! যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে।

রবিবার এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে ৩ টে ৫১ মিনিটে ১৫০ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে রওনা দেয় রাজধানী দিল্লির উদ্দেশ্যে। কিন্তু মাঝ আকাশে ঘটে বিপত্তি। বিমানের মধ্যে বায়ুর চাপ কমে যাওয়ায়, এয়ার কেবিন প্রেসার কন্ট্রোলারে ত্রুটির কারণে বিমানে বায়ুর চাপ কমে যায়। এরপরই বিকেল চারটে ৫৫ মিনিট নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। পরবর্তী সময়ে বিমান থেকে যাত্রীদেরকে নিচে নামিয়ে নিয়ে অ‍্যারাইভাল হলে নিয়ে যাওয়া হয়। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- জন্মদিনে নোবেল জয়ী অমর্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাঠালেন উপহার