পূর্বাভাস মতোই বৃষ্টি বিদায় নিয়েছে, শুষ্ক আবহাওয়ায় পারদ পতনের সংকেত দিয়ে রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে আকাশ। শতাব্দীর উষ্ণতম অক্টোবরের সাক্ষী থেকেছে গোটা দেশ। সেক্ষেত্রে নভেম্বরে শীতের দেখা মিলবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ভাইফোঁটার ভোররাতে হালকা শিহরণ বুঝিয়ে দিল শীত (Winter ) আসতে আর বেশি দেরি নেই। হাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তন হবে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বাতাসে জলীয়বাষ্প কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমেছে। ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। রাতে এবং ভোরের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হবে।







































































































































