কেন ছাড়া হল শ্রেয়সকে? মুখ খুলল কেকেআর

0
2

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর রিটেশন। দশ দল জানিয়ে দিয়েছে কোন ক্রিকেটারকে তারা রাখবেন, আর কোন ক্রিকেটারকে তারা ছাড়বেন। কলকাতা নাইট রাইডার্স যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে তারা ছেড়ে দিয়েছে শ্রেয়স আইয়রকে। আর এরপরই জল্পনা শুরু হয়। কেন ছাড়া হল শ্রেয়সকে। আর এই নিয়ে এবার মুখ খুলল কেকেআররের সিইও ভেঙ্কি মাইসোর। জানালেন কারণ।

এই নিয়ে ভেঙ্কি বলেন,” বলেছেন, ‘‘আমাদের রিটেনশন তালিকায় প্রথম নামটাই ছিল শ্রেয়সের। কিন্তু রিটেনশন শুধু দলের সিদ্ধান্ত অনুযায়ী হয় না। দল সব সিদ্ধান্ত নিতে পারে না। খেলোয়াড়দের ইচ্ছার উপরেও রিটেনশন নির্ভর করে। একজন ক্রিকেটার দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান কি না, সেটাও গুরুত্বপূর্ণ। শ্রেয়সের নাম এক নম্বরেই ছিল। ও আমাদের অধিনায়ক ছিল। সে জন্যই ২০২২ সালের নিলামে শ্রেয়সকে নেওয়া হয়েছিল।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কোনও কোনও বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না। কোনও ক্রিকেটার যদি নিজের বাজারমূল্য যাচাই করতে চায় এবং নিলামে নাম নথিভুক্ত করতে চায়, তাহলে সেটাই তার জন্য সঠিক। কেকেআর সব সময় খেলোয়াড়দের পাশে থাকে। তাঁদের সিদ্ধান্তকে সম্মান করে। আমার সঙ্গে শ্রেয়সের ব্যক্তিগত সম্পর্ক দুর্দান্ত। আবার এটাও ঠিক, ওর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।” আর ভেঙ্কির এই কথায় স্পষ্ট কেকেআরের অধিনায়ককে রেখে দিতে চাইলেও শ্রেয়স থাকতে চাননি।

আরও পড়ুন- বল হাতে দাপট অশ্বিন-জাদেজার, দিনের শেষে ১৪৩ রানে এগিয়ে কিউইরা