উলুবেড়িয়ায় বাজি ফেটে শিশু মৃত্যুর ঘটনায় বাড়ি থেকে দাহ্যবস্তু উদ্ধার পুলিশের

0
1

আলোর উৎসবে নেমে এলো অন্ধকার। উলুবেড়িয়ার (Uluberia) বাজারপাড়া এলাকার বাড়ির মধ্যে বাজি পোড়াতে গিয়ে তিন শিশু মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তদন্ত নেমে পুলিশ বাড়ি থেকে ডিজেল, পেট্রোল-সহ বেশ কিছু দাহ্য পদার্থ (inflammable) উদ্ধার করেছেন। বাজি ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটা গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ার পিছনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং দাহ্য পদার্থের উপস্থিতি অন্যতম কারণ বলেই মনে করছে পুলিশ।

শুক্রবার চরকিবাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ড ঘটে। বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে (gas cylinder) আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লেগে যায় পাশের দোকানেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুনের।আশঙ্কাজনক অবস্থায় দু’জন উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে (Uluberia Medical College and Hospital)চিকিৎসাধীন।