এশিয়ার মঞ্চে ফের দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে নেজমেহ এফসিকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল লাল-হলুদ। ম্যাচের ফলাফল ৩-২। আর এতেই উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। কারণ এই ম্যাচে না জিতলে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হত। তাই শুরু থেকে শেষ পর্যন্ত লড়াকু ফুটবল খেলে তারা। লাল-হলুদ কোচের মতে, এবার দেশের মাটিতেও ঘুরে দাঁড়াবে দল।
ম্যাচ শেষে অস্কার বলেন, দেশের লিগে আমরা ভালো অবস্থায় নেই। আশা করছি, বিদেশের মাটিতে এই সাফল্য ঘরোয়া ফুটবলেও আমাদের ভালো খেলতে সাহায্য করবে। “ এখানেই না থেমে লাল-হলুদ কোচ আরও বলেন,” এই স্তরের ফুটবলে সাফল্য পেতে গেলে যেরকম পারফরম্যান্স করতে হয়, আমাদের ছেলেরা আজ সেরকমই খেলেছে। টানা ৯০ মিনিট ধরে সমান তালে ভালো খেলে গিয়েছে। এই সাফল্যর জন্য ছেলেদের ধন্যবাদ। ইস্টবেঙ্গলের সব সমর্থক, ক্লাব কর্তাদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই আজ আমরা খুশি।”
এদিকে এদিন এএফসি কাপ খেলে দেশে ফেরে লাল-হলুদ। দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়। স্বাগত জানান হয় ক্লাব তাঁবুতে। পতাকা উত্তোলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।