ছবছরের নাবালিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ- খুনের ঘটনায় শুক্রবার থেকেই উত্তপ্ত ফালাকাটা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেন মূল অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। শুক্রবারই তাঁর মৃত্যু হয়েছে। এবার এই ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক পুলিশের। গোটা এলাকা থমথমে। নাবালিকার মৃত্যুতে বিক্ষোভ বাড়ছে এলাকায়।

ফালাকাটার খগেনহাট এলাকায় শিশুকন্যাকে ধর্ষণ – খুনের ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতার মা। তিনি জানান, ঘটনার রাতে দুজনের হাতে এবং তাঁদের বাড়ির বিছানায় রক্ত দেখে তাঁর প্রাথমিক সন্দেহ হয়। তদন্তে নামে পুলিশ। জনগণের রোষের মুখে পড়ে অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করতেই শুরু হয় গণপিটুনি। এরপর শুক্রবার সকালে অপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।







































































































































