নির্বাচন নিয়ন্ত্রণে টাকার খেলা যেভাবে বিজেপি চালায় তার চাঞ্চল্যকর নজির উঠে এলো কেরালা (Kerala) থেকে। ভিন রাজ্য থেকে টাকা ঢোকাতে গিয়ে নিজেদের টাকা নিজেরাই ডাকাতি করেছিলেন কেরালার বিজেপি নেতারা (BJP leaders), দাবি করলেন খোদ দলেরই এক নেতা।
কেরালার ২০২১ বিধানসভা নির্বাচনের (Kerala Assembly Election) আগে কর্ণাটক থেকে ৪১ কোটি টাকা কেরালায় এনেছিলেন বিজেপি নেতারা। তার মধ্যে কোদাকারায় জাতীয় সড়কে সাড়ে তিন কোটি টাকা নিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ সেই গাড়ি থেকে ১ কোটি টাকার মতো উদ্ধার করে।
সম্প্রতি ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের আগে সিপিআইএম (CPIM) এক বিজেপি নেতাকে দলে অন্তর্ভুক্তি করানোর পরে সেই ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতার দাবি, ২০২১ সালের কোদাকারা দুর্ঘটনা আসলে সাজানো ছিল। ওই গাড়িতে টাকা আসছিল। সেই গাড়িকে বিজেপির আরও দুটি গাড়ি ফলো করছিল। দুর্ঘটনার পরে ওই গাড়ি দুটি সেই গাড়ি থেকে টাকা নিয়ে চম্পট দেয়।
বিজেপি নেতা দাবি করেন প্রায় দুই কোটি টাকা (Rs. 2 crore) সেই ঘটনায় লুট হয়েছিল। সেই টাকা তিনি নিজে বিজেপির একটি পার্টি অফিসে (party office) পৌঁছে দেন এবং পাহারার দায়িত্বেও ছিলেন।