জোড়াবাগান (Jorabagan Murder) থানা এলাকার সেন লেনে এক প্রৌঢ়কে খুন ও লুটপাটের ঘটনার নদিয়া থেকে এক নাবালককে আটক করে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রৌঢ়ের সঙ্গে মায়ের সম্পর্ক মেনে নিতে না পেরে এই মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন তিনি বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অভিযুক্ত।

বৃহস্পতিবার একটি চারতলা বাড়ির চিলেকোঠার ঘর থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৮) নামে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে খুনের ব্যাপারে নিশ্চিত হন তদন্তকারীরা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তদন্তে নামে। ঘটনাস্থলে যান ডিসি (উত্তর)। দেহ উদ্ধারের পর থেকে মৃতের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। সেই সূত্র ধরে তদন্তে এগোতে থাকে পুলিশ। জানা যায়, ওই প্রৌঢ়ের মোবাইল থেকে অ্যাপ-ক্যাব বুক করেও তা বাতিল করা হয়েছিল। এরপরই ওই নাবালকের বিষয়টি তদন্তে উঠে আসে। তদন্তকারীদের একটি দল নদিয়ার চাপড়া এলাকা থেকে তাঁকে আটক করে। ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে পুলিশ।







































































































































