সিনেমা হলের কারচুপি নিয়ে সরব হলেন বাঙালি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee)। সম্প্রতি কীভাবে ফ্লপ হয়ে যাওয়া সিনেমাতেও প্রভাব খাটিয়ে হাউজফুল ট্যাগ দেওয়া হয় তা নিয়ে মুখ খুলেছিলেন বলিউডের নামি মুখ দিব্যা খোসলা কুমার। এবার দিওয়ালিতে (Diwali ) মুক্তিপ্রাপ্ত ‘সিংঘম এগেন’-এর আসল ছবিটা সামনে আনলেন ‘বহুরূপী’ পরিচালক – অভিনেতা। বাইরে হাউসফুল বোর্ড ঝোলানো, অথচ হলের ভিতরে হাতে গোনা দর্শক! অরিত্রস গ্যান নামে কোনো সোশ্যাল পোস্টের ছবি পোস্ট করে সত্যিটা সামনে এনেছেন শিবপ্রসাদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন পুজোয় মুক্তি প্রাপ্ত বাংলার ব্লকবাস্টার সিনেমা ‘বহুরূপী’র শো কমিয়ে দেওয়া হল?
বিশেষ বিশেষ সময়ে মুক্তি পাওয়া বলিউড সিনেমার জন্য টলিউডের কোপ পড়ার খবর নতুন নয়। এর আগে ‘পাঠান’ মুক্তি পাবে বলে বাংলার বড় বড় মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছিল। এবারেও একই ছবি। পরিচালক যে পোস্ট শেয়ার করেছেন সেখানে লেখা রয়েছে, ‘বাইরে হাউজফুল বোর্ড আর ভিতরে এই অবস্থা। সিংঘম এগেইন দেখতে এসেছি গাইজ। বলিউড= করপোরেট বুকিং।’ এই পোস্টের স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে শিবপ্রসাদ কটাক্ষ করে লেখেন, ‘Housefull!!’। বাস্তবেই দেখা যায় হলের ভেতর হাতে গোনা কয়েকজন দর্শক রয়েছেন। যদিও অনেকেই এই পোষ্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।