কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে কোন মন্ত্রে সফল গিল? ফাঁস করলেন নিজেই

0
2

মুম্বইতে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে ভারত করেছে ২৬৩ রান। প্রথম ইনিংসে বিরাট কোহলি-রোহিত শর্মারা ব্যাট হাতে রান না পেলেও, ব্যাট হাতে দাপট দেখান শুভমন গিল-ঋষভ পন্থরা। ৯০ রান করেন গিল। ৬০ রান করেন পন্থ। যখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ঠিক সেখান থেকে দলকে লিড এনে দিয়েছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। তাদের ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে লিড পায় টিম ইন্ডিয়া। ঘূর্ণি পিচে যেখানে বেসামাল বিরাট-রোহিত। সেখানে কিভাবে সফল হলেন গিল। ম্যাচের পর সেই রহস্য ফাঁস করলেন গিল নিজেই। জানালেন, পরিশ্রমের ফল এটা।

এই নিয়ে ম্যাচের পর গিল বলেন,” টেস্টে এটা আমার অন্যতম সেরা ইনিংস। ইংল্যান্ড সিরিজে অনেক পরিশ্রম করেছিলাম। ওই সিরিজে ঘূর্ণি উইকেটে খেলতে হয়েছিল। তখনই স্পিনের বিরুদ্ধে আমার খেলা আরও পোক্ত হয়েছিল। তার ফসলই এখন পাচ্ছি।” এরপর গিল আরও বলেন,” ইংল্যান্ড সিরিজের সময় আমার মানসিকতা বদলেছে। ওই সিরিজে প্রত্যেকবার ব্যাট করতে নামার আগে ভাবতাম, কী কী শট খেলব। মাঠে নেমে সেটা করার চেষ্টা করতাম। এখনও সেটা করি। স্পিনারদের বিরুদ্ধে আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।”

আরও পড়ুন- কেন ছাড়া হল শ্রেয়সকে? মুখ খুলল কেকেআর