পড়ে গিয়েই মৃত্যু! গরফায় তরুণী মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান

0
4

প্রেমিকের ফ্ল্যাটে তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পড়ে গিয়েই মারা গিয়েছেন মৃতা তরুণী। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় প্রেমিককে। যদিও মৃতার পরিবার কারও নামে অভিযোগ দায়ের করেনি।

গরফার ঘটনায় শুক্রবার রাতে দেহ উদ্ধারের পরে শনিবার পুলিশের হাতে আসে ময়নাতদন্তের (postmortem) প্রাথমিক রিপোর্ট। সেখানে কোনও যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি বলে দাবি। সেই সঙ্গে শরীরে অন্য কোনও আঘাতের (injury) চিহ্ন মেলেনি মাথায় আঘাত ছাড়া। তবে মদ্যপানের প্রমাণ মিলেছে বলে জানা যায়।

ইতিমধ্যেই তরুণীর পরিবার, প্রতিবেশীরা দাবি করেছিলেন তাঁর অতিরিক্ত মদ্যপানের কথা। তরুণীর প্রাক্তন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পিছনেও উচ্ছৃঙ্খল জীবনের ভূমিকা ছিল বলেও দাবি করা হয়। তবে প্রাক্তন স্বামী আটক যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন তরুণীর বর্তমান প্রেমিক আগেও তাঁর সামনেই তরুণীকে মারধর করেছে।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল ঘটনার রাতে প্রেমিক যুবকের বাড়িতে একাধিক বন্ধু নিয়ে পার্টি হয়েছিল। ঘরে মদের বোতলও পাওয়া গিয়েছিল। ওই যুবকও বিবাহ বিচ্ছিন্ন। তবে আদৌ এই মৃত্যুতে সেই সব ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে গরফা থানার পুলিশ (Garfa police station)।