আর জি করের ঘটনার প্রেক্ষিতে উৎসবে নেই বলা CPIM এবার উৎসবকেই আন্দোলনের হাতিয়ার করতে চাইছে। পুজো-ধর্ম-আচার– সনাতন হিন্দুত্বের কোনও রীতিই না মানা সিপিআইএমের এবার ভোলবদল। ঘটা করে বোনফোঁটার আয়োজন করল বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। নেতৃত্বে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)।গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করেন বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন কর্মীরা। বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অভিনব মন্ত্র পাঠ করেন সৃজনরা (Srijan Bhattacharya)- “বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।“
হাওড়াতেও বোনফোঁটার আয়োজন করা হয়। হাওড়া ময়দানের কাছে গঙ্গার পাড়ে তেলকল ঘাটে বোনফোঁটার আয়োজন করে রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি নাম এক সংস্থা। আবার ব্যবসার কথা মাথায় রেখে, উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‘জাস্টিস’ লেখা সন্দেশ।
আরজি করে তরুণী ডাক্তার-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে উৎসব বয়কটের ডাক দেয় বাম-অতিবাম সংগঠনগুলি। কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে বিচারের দাবির পাশাপাশি উৎসবে সামিল হয়েছেন বাংলার মানুষ। এবার ভোলবদলে সেই উৎসবের আড়ালে প্রতিবাদের কর্মসূচি তাদের।