শুভমান গিল , ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সুবাদে ম্যাচে ফিরল ভারতীয় দল। মুম্বইয়ে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। সেখানে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের রান সংখ্যা ৯ উইকেট হারিয়ে ১৭১। প্রথম ইনিংসে ভারত করল ২৬৩।
প্রথম দিন যখন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলির। সেখানে ব্যাট হাতে দলকে ভরসা দেন গিল-পন্থ জুটি। ৯০ রান করেন গিল। পন্থ করেন ৬০ রান। ৩৮ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট আজাজ প্যাটেলর। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস এবং এস সোধি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ১ রানে আউট হন অধিনায়ক টম লাথাম। ২২ রান করেন কোনওয়ে। রাচিন রবিন্দ্র করেন ৪ রান। ৫১ রান করেন ইয়ং। ফিলিপস করেন ২৬ রান। ভারতের হয়ে ৪ উইকেট রবীন্দ্র জাদেজার। ৩ উইকেট অশ্বিনের। একটি করে উইকেট ওয়াশিংটন এবং আকাশদীপের। ১৪৩ রানে এগিয়ে কিউইরা ।
আরও পড়ুন- ‘ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল’, নেজমেহকে হারিয়ে বললেন লাল-হলুদ কোচ