ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কেন্দ্রের কড়া আইন কতটা প্রয়োজন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) রাজ্যে তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনা। মা যাকে ভাই বলে ডাকতেন সেই মামা চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে খুন করল শিশুটিকে। ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও ধামাচাপা দিতে মাঠে মুখ্যমন্ত্রী। পরিবারকে দেওয়া হল আর্থিক ক্ষতিপূরণ। যদিও সেখানে বাংলার মতো নির্যাতিতা শিশুর নামে রাজনীতি করতে মাঠে নামেনি কোনও রাজনৈতিক দল।
গোটা দেশে ধর্ষণের মতো সামাজিক ব্যাধির শিকার হচ্ছে শৈশব। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) তিরুপতিতে তিন বছরের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে একটি স্কুলের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ২২ বছরের এক যুবক। বাড়িতে সেই যুবকের নিত্য যাতায়াত ছিল। শুক্রবার অনেক রাতেও শিশুটিকে পাওয়া না গেলে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তদন্ত শুরু করে আটক করে যুবককে। পরে জেরায় সে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে।
পরে পুলিশ গিয়ে যুবকের বয়ান অনুযায়ী উদ্ধার করে দেহ। পুট্টুর হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনার পরে চন্দ্রবাবু নাইডু সরকার দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে। তবে স্থানীয় বিধায়ক ওই অভিযুক্তের চরম শাস্তি দাবি করেন।