বাংলার উজ্জ্বল সন্তান বিবেক দেবরায়, প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
3

কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হওয়ার সুবাদে গোটা দেশে খ্যাতি অর্জন করলেও বঙ্গসন্তান বিবেক দেবরায় (Bibek Debroy) তাঁর অর্থনীতির জ্ঞানের মহিমা অনেক আগে থেকেই প্রসার করেছিলেন। আর সেই প্রসার বাংলার ছোঁয়াতেই সম্ভব ছিল, যেখানে তিনি তাঁর শৈশব-কৈশোরের শিক্ষা পেয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানকে হারানোর পাশাপাশি বাংলা হারালো তাঁর এক কৃতি সন্তানকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের (Presidency College) প্রাক্তনী বিবেক দেবরায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরায়ের আকস্মিক প্রয়াণের খবরে গভীর শোকাহত। বাংলার এক উজ্জ্বল সন্তান এবং খ্যাতিমান এই বিদ্বান ব্যক্তিকে আমরা আজীবন স্মরণে রাখব।” তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।