উৎসবের সকালে বোমা বিস্ফোরণ! পাটুলিতে আহত স্কুল পড়ুয়া

0
2

পাটুলি থানার অদূরে মাঠে পড়ে থাকা বোমায় আহত নবম শ্রেণির স্কুল পড়ুয়া। দিনে-দুপুরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে কলকাতা পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে। ঘটনাস্থলে যান ডিসি (এসএসডি) (DC, SSD) বিদিশা কলিতা। আহত কিশোরকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটুলির থানার (Patuli police station) কাছাকাছি একটি মাঠে প্রতিদিনের মতো খেলতে নামে কয়েকজন কিশোর। মাঠের ঝোপের মাঝে বল খুঁজতে গিয়ে হঠাৎই একটি গোল বস্তু তুলে নেয় নবম শ্রেণির এক কিশোর। কোনওভাবে তার হাত থেকে সেটি পড়ে গেলে বিস্ফোরণ হয়। কাছাকাছি থাকা তার বন্ধু বিস্ফোরণের শব্দে পালিয়ে যায়। আওয়াজে স্থানীয়রা ছুটে এসে কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক না হলেও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় কারণ এমন ঘটনা এই এলাকায় আগে ঘটেনি। ওই মাঠে রোজই ছেলেরা খেলে, কিন্তু শুক্রবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। দ্রুত মাঠের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়, কারণ স্থানীয়দের অনুমান ঝোপের আড়ালেই বোমা লুকিয়ে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। বিস্ফোরণের এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic team) নমুনা সংগ্রহ করেন বিস্ফোরণের চরিত্র বোঝার জন্য। ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর (dog squad)। সেই সঙ্গে তদন্তে যান কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডিসি বিদিশা কলিতা (Bidisha Kalita)।