বিশ্বের সবচেয়ে নাদুসনুদুস বিড়ালটা আর নেই (worlds fattest cat dies)! ওজন কমাতে গিয়ে ‘ক্রশিক’ নামের বিড়ালের মৃত্যুর খবর রীতিমতো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিস্কুট, স্যুপ, পছন্দের খাবার খেয়ে ওজন হয়েছিল ১৭ কেজি। ওজন কমাতে ডায়েট সেন্টারে ভর্তি করানো হয়েছিল তাকে। একলাফে তিন কেজি ওজন কমাতে গিয়েই কি বিপত্তি! মার্কিন সংবাদমাধ্যমের দাবি, হঠাৎই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল বিড়ালটি। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই সে মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন পশু চিকিৎসকরা।

বিশ্বের সবচেয়ে মোটা বিড়ালের মৃত্যুর কারণ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। প্রাণীটির প্লীহা বা অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়েছিল বলে জানা গেছে। কিন্তু স্থূলকায় বিড়ালের চর্বির আড়ালে কোথায় ক্যানসারের লক্ষণযুক্ত টিউমার ছিল তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এত কিছুর পরেও বিড়ালটি সুস্থ ছিল। কিন্তু ওজন কমানোর চক্করে পড়ে, নাকি ওজন বেড়ে যাওয়া থেকেই অসুস্থ হয়ে পড়ে সে তা জানা যাবে ময়নাতদন্তের পরেই।



 
 
 
 


































































































































