সুকিয়া স্ট্রিটে উদ্যোগ এর ৩৫ তম কালী পুজোর উদ্বোধনে দেখা গেল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই পুজোর প্রধান উপদেষ্টা। ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী অয়ন চক্রবর্তী যুব নেতা মৃত্যুঞ্জয় পাল সহ বিশিষ্টরা।
মঙ্গলবারও দেখা গেল শোভন এবং বৈশাখী ম্যাচিং করে পোশাক পরেছেন। রাজ্যের প্রাক্তন মেয়রের হাত ধরেই উদ্বোধন হয়েছে কালীপুজোটির। শোভনকে ‘আমার দাদা’ ও বৈশাখীকে ‘ভাল বন্ধু, অধ্যাপিকা, চিন্তাবিদ’ বলে সম্বোধন করেন কুণাল। এ দিন কুণাল বলেন, সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাল কাজ হচ্ছে । পাশাপাশি বিচ্ছিন্ন ভাবে খারাপ ঘটনাও ঘটছে। অন্যায় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার । অথচ এটা নিয়ে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে অন্য রাজনৈতিক দল।
শোভন বলেন, আমি মা কালীর থেকে প্রতিদিন মনের জোর পাই। বাংলায় আরজি করের ঘটনা বাঞ্ছনীয় নয়। নাড়া দিয়েছে মানুষের মনকে। সকলে চেয়েছে অপরাধীরা গ্রেফতার হোক। তিলোত্তমার মূর্তি আরজি করে বসেছে। তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী বাধা দেয়নি এই বলে যে এই মূর্তি আমাদের যন্ত্রণা দেয়। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পৌঁছে গিয়ে বলেছিলেন যে তিনি অপরাধীদের শাস্তি দেবেন। এমনকী বলেছিলেন সিবিআইয়ের হাতে তুলে দেবেন।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন কুণালদার ডাকে এমন একটা পুজোয় আসতে পেরে আমি কৃতজ্ঞ। এদিন শোভন বৈশাখীর দেওয়া জামা কাপড় সাধারণের হাতে তুলে দেওয়া হয়। সবমিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ছিল জমজমাট।
আরও পড়ুন- কেন হঠাৎ বাড়ল আলুর দাম? খতিয়ে দেখতে টাস্ক ফোর্সকে নির্দেশ মুখসচিবের