দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার ২৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল। বুধবার বারুইপুর আদালতে (Baruipur Court)চার্জশিট জমা দিল সিট (SIT)। পাশাপাশি ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টও জমা দেওয়া হয়েছে বলে খবর। একদিকে যখন কলকাতায় আর জি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় এজেন্সি এখনও পর্যন্ত সদর্থক কোনও পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ উঠছে, সেখানে গত ৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এবার চার্জশিট দাখিল করে দিল পুলিশের বিশেষ তদন্তকারী দল।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিকৃত মানসিকতার বশেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত, জানিয়েছে পুলিশ। গত ২১ অক্টোবর মেয়ের জন্য বিচার চাইতে নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা। সঠিক বিচারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দ্রুত চার্জশিট জমা রাজ্য পুলিশের।