এটা সিপিএমের আদর্শের দোষ! সাংবাদিকের ‘শ্লীলতাহানি’ ইস্যুতে তন্ময়কে কটাক্ষ সায়ন্তিকার

0
1

তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন বাম বিধায়ক আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যুক্তি দিয়েছেন সাংবাদিকের ওজনের থেকে তার ওজন প্রায় দ্বিগুণ। বাম নেতার এই অশ্লীল মন্তব্যের প্রেক্ষিতেই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এবার এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে উপযুক্ত শাস্তির চেয়ে পথে নামলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সাসপেন্ডেড বাম নেতার শাস্তির দাবি চেয়ে মঙ্গলবার বিকেলে বরানগরের তারকা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) নেতৃত্বে গোপাল লাল ঠাকুর রোডের প্রধান দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হয়। মিছিল থেকে সায়ন্তিকার বক্তব্য, তন্ময় ভট্টাচার্য যা করেছেন তা আসলেই সিপিএমের আদর্শের দোষ। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

উল্লেখ্য, দমদম উত্তরের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলে ফেসবুক লাইভে অভিযোগ তুলেছিলেন তরুণী সাংবাদিক। তার ভিত্তিতে বরানগর থানায় অভিযোগ দায়ের হয়। তবে গোটা ঘটনায় নানা দাবি করছেন তন্ময়। কখনও তিনি বলেছেন, মজা করেছেন। এমনটা তিনি সবার সাথেই করে থাকেন। আবার ৮৩ কেজি, ৪০ কেজির তত্ত্ব খাড়া করেছেন। এদিকে এই ঘটনায় সোমবারই তন্ময়কে বরানগর থানায় ডেকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার ফের তাকে তলব করা হয়েছে। পাশাপাশি, অভিযোগকারিণীরও বয়ান সংগ্রহ করেছে পুলিশ।

আরও পড়ুন- সুকিয়া স্ট্রিটে উদ্যোগের কালী পুজোর উদ্বোধনে শোভন-বৈশাখী, হলো বস্ত্র বিতরণও