প্রথম বাঙালি খেলোয়াড় হিসেবে কেমব্রিজে আমন্ত্রিত সৌরভ!

0
1

টেস্ট অভিষেকের দেশে এবার বড় সম্মান পেতে চলেছেন বাংলার দাদা। প্রথম বাঙালি খেলোয়াড় হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। মহারাজের জীবনের লড়াই থেকে সাফল্য- পুরো কাহিনীই তুলে ধরবেন কেমব্রিজের ডঃ জুলিয়ান হাপার্ট। আলোচনা চলবে প্রায় ৪০ মিনিট ধরে। যে শহরে টেস্ট অভিষেকে বাংলার ছেলের ব্যাটিং ‘দাদাগিরি’ সেখানে প্রাক্তন ভারত অধিনায়কের আমন্ত্রণ নিয়ে খুশি অনুরাগীরা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে। মনে করা হচ্ছে বাঙালি কমিউনিটি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্য এটা এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। কেমব্রিজ কমিউনিটি এবং ভারতীয় ব্যবসায়িক কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে কেমব্রিজ জজ বিজনেস স্কুলের এক শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংস্থা সিআইবিএফ সৌরভকে আমন্ত্রণ জানিয়েছে।