পেনাল্টি মিস রোনাল্ডোর, কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের

0
1

মঙ্গলবার রাতে মহাকাব্যের ইনিংস খেলা হল না, গড়া হল না কোনও নজির। পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর আগে আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন কিন্তু আল তাউনের বিরুদ্ধে তা আর হল না। সৌদির ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো এখনও কোনও বড় ট্রফি জিততে পারেননি, এই অবস্থায় সৌদি কিংস কাপের (Saudi Kings Cup)শেষ ষোলোয় খেলতে নেমেছিলেন মহাতারকা। খেলার শুরু থেকেই রাশ নিজের হাতে রেখে ছিল আল তাউন। ২০ মিনিটের মাথায় ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু পেনাল্টি করার সুযোগ পেয়েও ব্যর্থ ক্রিশ্চিয়ানো । তিনি গোল করবেন বলে পায়ে বল পেতেই মুহূর্তকে ধরে রাখতে মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত হয়ে পড়েন এক সমর্থক। কিন্তু গোলও হল না আর ফোনটাও অক্ষত রইল না পর্তুগিজ তারকার অনুরাগীর।

আল তাউনের কাছে হারল ০-১ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসের। মন খারাপ রোনাল্ডো অনুরাগীদের। নতুন কোচ স্টেফানো পিয়োলি এই প্রথম হারলেন। সংযুক্ত সময়ে আল-আহমাদ ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টির সুযোগ দেন। শট নেওয়ার জন্য তৈরি ছিলেন ফুটবলের মহাতারকা। চিত্রগ্রাহকদের ক্যামেরার পাশাপাশি ফুটবলারের এক ফ্যানও মোবাইল হাতে ভিডিও করতে রেডি ছিলেন গোলপোস্টের ঠিক পিছনেই। ক্রসবারের বেশ কিছুটা উপর দিয়ে রোনাল্ডোর শট উড়ে যায়। পেনাল্টি মিস, তবে বল লাগে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীর হাতে। ফোন মাটিতে পড়ে ভেঙ্গে যায়, সঙ্গে গোলটাও হল না। কোচ পিয়োলি অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ, শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনও ট্রফি জেতার সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে যায়নি।