পৃথিবী থেকে ২৬০ মাইল দূরে! তবু দীপাবলির শুভেচ্ছা জানাতে ভোলেননি সুনিতা

0
2

গোটা দেশ দীপাবলির রোশনাইতে মেতে ওঠার অপেক্ষায়। অথচ ঘরে ফিরতে পারছেন না সুনিতা উইলিয়ামস (Sunita Williams)। তবে সেই দুঃখ ম্লান করতে পারেনি তাঁর দীপাবলির আনন্দকে। মহাকাশ থেকেই গোটা বিশ্বকে দিওয়ালির (Diwali) শুভেচ্ছা জানালেন সুনিতা।

এই উৎসবের আবহে কিছুটা নস্টালজিক (nostalgic) সুনিতা। দীপাবলির শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন কীভাবে তাঁর বাবার কাছে আলোর উৎসব দিওয়ালি (Diwali) সম্পর্কে জেনেছিলেন তিনি। আলোর উৎসবে বিশ্বের অন্ধকার দূর করার উৎসব দিওয়ালির পাশাপাশি অন্যান্য ভারতীয় উৎসব সম্পর্কেও বাবার কাছে জেনেছিলেন বলে ভিডিও বার্তায় জানান সুনিতা।

পৃথিবীর মাটি থেকে ২৬০ মাইল দূরে থেকেও পরিযায়ী (migrated) বাবার শিক্ষা তিনি ভোলেননি। তাই দেশের মানুষ যখন আলোর উৎসবে মাতোয়ারা, তখনই মহাকাশ থেকে এলো সুনিতার বার্তা। সেই সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি (US President) ও উপরাষ্ট্রপতির দীপাবলি উদযাপনেও অভিনন্দন জানান সুনিতা। ভারতীয় সম্প্রদায়ের সংস্কৃতির সঙ্গে এভাবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) মিলে যাওয়ার প্রবণতায় তিনি ধন্যবাদ জানান।