রেলের সামগ্রিক ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের সমস্যা প্রতিদিন বিভিন্ন ঘটনায় সামনে আসে। এবার রেলের ঠিকাদার সংস্থার কাজ ও ব্যবহৃত সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠল টানেলে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায়। পাটনা মেট্রোর (Patna Metro) টানেলে কর্মরত অবস্থায় মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত আরও ৮ শ্রমিক। ঘটনা স্বীকার করে নিয়েছে নির্মাণকারী সংস্থাও।
সোমবার অনেক রাতে পাটনা মেট্রোর (Patna Metro) টানেলে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় লোকো মেশিন (loco machine), যা নির্মাণ কাজের সামগ্রী বয়ে নিয়ে যায়, সেই মেশিনটি ব্রেক ফেল (brake fail) করে। যান্ত্রিক ত্রুটির জন্য মেশিন ব্রেক ফেল করে লোকো মেশিনটি, দাবি শ্রমিকদের। সেখানে নির্মাণ সংস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro Rail Corporation) এই মেট্রোর রুটের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।
ব্রেক ফেল (brake fail) হওয়ায় লোকো মেশিনটি (loco machine) দ্রুত গড়িয়ে আসে সেই সময় টানেলে (tunnel) কর্মরত শ্রমিকদের উপর। ঘটনার আকস্মিকতায় কোনওভাবেই সরে যাওয়া সম্ভব ছিল না শ্রমিকদের পক্ষে। মেশিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনে। পরে পাটনা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।