এবার গ্যাং-এর নিশানায় নাবালক সন্তগুরু! পাশাপাশি মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের সপ্তাহ দুয়েকের মধ্যে তাঁর ছেলে জিশান ও সলমন খানের (Salman Khan) পরিবারকে তোলা চেয়ে হুমকি দিল লরেন্স বিষ্ণোই-এর (Bishnoi) গ্যাং। সেই ঘটনায় ইতিমধ্যেই দিল্লির (Delhi) কাছে নয়ডা থেকে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
আধ্যাত্মিক প্রচারের জন্য সোশাল মিডিয়ায় ভাইরাল অভিনব আরোরা। তাঁর পরিবারের অভিযোগ ১০ বছরের ওই বালককে খুন করে ফেলার হুমকি দিয়েছে বিষ্ণোই (Bishnoi) গ্যাং-এর সদস্যরা। অভিনবের মা জ্যোতি আরোরার অভিযোগ, সোমবার তাঁদের কাছে ফোন কল আসে। কিন্তু সেই কল ধরতে না পারায় হোয়াটস অ্যাপে ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়। জ্যোতির কথায়, ঈশ্বরভক্তি ছাড়া আর কিছুই করে না তাঁদের ছেলে। কেন তাকে খুনের হুমকি দেওয়া হল তা নিয়ে ধোঁয়াশায় অভিনবরের পরিবার। ঘটনায় আতঙ্কে তারা।
এদিকে ২৫ অক্টোবর রাতে জিশান ও সলমনকে ফোন করে টাকা চাওয়ার হুমকি দেওয়া হয় বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। জিশান সিদ্দিকির অফিস থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। সেই ঘটনায় নয়ডা থেকে এক ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।










Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































