প্রায় ২৭ ঘণ্টার অভিযানে সেনার গাড়িতে হামলা চালানো ৩ জঙ্গিকে শেষ করতে সফল হল ভারতীয় সেনা (Indian Army)। তবে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ভারতীয় সেনার কুকুর ফ্যান্টম (Phantom)। জঙ্গি হামলা যেমন কাশ্মীরে এখনও দমন করতে ব্যর্থ কেন্দ্রের সরকার, তেমনই ভূস্বর্গে অব্যাহত রক্তক্ষয়।
সোমবার আখনুর সেক্টরে (Akhnoor sector) সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ক্ষতিগ্রস্ত হয় একটি অ্যাম্বুল্যান্স (ambulance)। পাল্টা জবাব দিতে শুরু করে সেনা। সোমবারই শেষ হয় এক জঙ্গি।
সাররাত সেনা-জঙ্গির গুলির লড়াই অব্যাহত থাকে। সকালে সেনার তরফে জানানো হয় হামলাকারী বাকি দুই জঙ্গিকেও গুলিতে শেষ করা গিয়েছে। তবে জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় সেনার চার বছরের বেলজিয়ান (Belgian) সার্ভিস ডগ (service dog) ফ্যান্টম।