নির্বাচনী বিধিভঙ্গ! অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

0
1

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনালের উদ্বোধন করেন।সেই অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রাখেন, তা নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় আসেন তিনি। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে। সরকারি সেই অনুষ্ঠানেও শাহের বক্তব্যে ছিল রাজনৈতিক বার্তা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই বাংলায় পরিবর্তনের ডাক দেন তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। একই সঙ্গে তার বক্তব্যের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই অভিযোগ জানিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস।

রাজ্যে সামনেই উপর্নিবাচন। ভোট হবে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়াতে। আর এই জেলাতে দাঁড়িয়েই সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক মন্তব্য করে বসেন অমিত শাহ। তৃণমূলের সাফ কথা, পেট্রাপোলের আনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুৎসা রটিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দলের মাননীয়া নেত্রীকে অপমান করেছেন। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.