বাংলার আবাস প্রকল্পে কেন্দ্রের শর্ত মানবে না রাজ্য: বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
1

আবাস প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। সেই টাকা দেবে রাজ্য। শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের আরোপিত কোন শর্তও রাজ্যের এই প্রকল্পের ক্ষেত্রে মানা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) পঞ্চায়েত মন্ত্রী ও সচিবের সঙ্গে আবাস প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।কেন্দ্রের আবাস প্রকল্পে বঞ্চিতদের নিজস্ব কোষাগার থেকেই বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেজন্য চূড়ান্ত পর্যায়ের সমীক্ষার কাজও শুরু হয়েছে। যেহেতু কেন্দ্রের কোনও টাকাই এই প্রকল্পের জন্য পাওয়া যাচ্ছে না। সেই কারণে কেন্দ্রীয় সরকারের আরোপিত কোনও শর্তও এই প্রকল্পের ক্ষেত্রে মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিনের বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্যের গৃহহীন সব পরিবারকে মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। সেখানে কেউ যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে। একটা স্কুটার থাকলে আবাস প্রকল্পের বাড়ি পাওয়া যাবে না এরকম শর্ত যেন আরোপ না করা হয়। এই রাজ্যের সরকার মানবিক। সেই বার্তা দিতে হবে মানুষকে।আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ দীর্ঘদিনের। প্রকল্পে বাস্তবায়নে অনিয়মের অজুহাতে তুলে কেন্দ্রীয় আবাস যোজনার জন্য বাংলার বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শাসকদলের তরফে এ নিয়ে বারবার দিল্লিতে দরবার করা হলেও আবাসের টাকা মেলেনি। শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফেই আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।