আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ম্যাথিউ ওয়েড। এদিন এমনটাই জানালেন তিনি। সম্প্রতি বাঁহাতি এই তারকা ব্যাটারকে আইপিএলে দেখা গেছিল গুজরাত টাইটান্স দলের হয়ে খেলতে। ক্রিকেটার হিসাবে অবসর নিয়েই কোচিং-এর দায়িত্বে ওয়েড। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের অংশ হবেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ওয়েড ।
জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অস্ট্রেলিয়া দলেরই কোচিং-এ দেখতে পাওয়া যাবে ম্যাথিউ ওয়েডকে। পাকিস্তান সিরিজে অজিদের ফিল্ডিং এবং উইকেটকিপিং কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে ২০২১ টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ককে।
এই নিয়ে ওয়েড বলেন ,” আমি জানতাম টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না। অবসর এবং কোচিং নিয়ে জর্জ বেইলি (প্রধান নির্বাচক) এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (প্রধান কোচ) সঙ্গে গত ছ’মাস ধরে কথা হচ্ছে। শেষ কয়েক বছর ধরেই কোচিং নিয়ে ভাবছি। খুব ভাল কিছু সুযোগ পেয়েছি। আগামী দিনে আরও পাব। তাই আমি খুবই উত্তেজিত। তবে আমি বিগ ব্যাশ লিগ এবং অন্য দেশের টি-২০ লিগে খেলব।“
ম্যাথিউ ওয়েড দেশের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৯৭টি ওডিআই এবং ৯২টি টি-২০ ম্যাচে খেলেছেন । টেস্টে ১৬১৩, ওডিআইতে ১৮৬৭ এবং টি-২০তে ১২০২ রান করেছেন এই তারকা ব্যাটার।
আরও পড়ুন- ২০২৮ অলিম্পিক্স লস অ্যাঞ্জেলসে হলেও ক্রিকেটের আসর বসতে চলেছে নিউ ইয়র্কে : সূত্র