বোমা-হুমকির লক্ষ্য ধর্মীয় স্থান! তিরুপতিতে হোটেলের পরে ইসকনে মেল

0
1

বোমার হুমকিতে দেশের আকাশ পরিবহন ব্যবস্থা (aviation sector) বেশ কয়েকদিন ধরে ব্যাপক ক্ষতির মুখে পড়ার পরে এবার হুমকিদাতাদের লক্ষ্য বিশেষ বিশেষ শহরের বিশেষ স্থানগুলি। তিরুপতি (Tirupati) শহরের হোটেলের পরে এবার হুমকি মেল ইসকন মন্দিরে (Iskcon temple)।

রবিবার তিরুপতির বিশেষ বিশেষ কিছু হোটেলে মেল (threat mail) আসে বোমা থাকার হুমকি দিয়ে। সন্ধ্যায় ইসকনের মন্দিরে (Iskcon) হুমকি মেল আসে। মন্দির কর্তৃপক্ষের দাবি আইএসআইএসের (ISIS) পক্ষ থেকে সেই হুমকি দেওয়া হয়।

রাতেই মন্দিরে তল্লাশি শুরু করে পুলিশ। বোম্ব স্কোয়াড (bomb squad) ও স্নিফার ডগ (sniffer dog) নিয়ে ইস্কন মন্দিরে তল্লাশি চালানো হয়। যদিও মন্দির চত্বর থেকে কোনও বিস্ফোরক বা দাহ্য পদার্থের সন্ধান পাওয়া যায়নি।