বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন এলাকায় ছুটি ঘোষণা রাজ্যের

0
4

১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Byelection)। ওই দিন ওই এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য (State) সরকার। রাজ্যের অর্থ দফতরের তরফে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই সব বিধানসভার ভোটাররা নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চায়েত পুরসভার মতো স্থানীয় প্রশাসনের দফতরগুলি ছুটি থাকবে। চা বাগান-সহ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী এলাকার জন্য উল্লিখিত তারিখটিকে সবেতন ছুটি হিসাবে ঘোষণা করতেও নির্দেশিকা জারি করা হয়েছে।১৩ নভেম্বর সিতাই ,মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে উপনির্বাচন (Byelection)। ইতিমধ্যেই শাসক-বিরোধী দুই শিবিরই প্রচার শুরু করে দিয়েছে। তবে, প্রচারে এগিয়ে তৃণমূল।এই ৬টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনও ব্যক্তি যদি কর্মসূত্রে বাইরে থাকেন, তবে সেক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য থাকবে। নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫বি(১) ধারার অধীনে বর্ধিত বেতনের ছুটির সুবিধা পাওয়ার অধিকারী।