ফের আগুন লাগার ঘটনা। এবার প্রিন্স আনোয়ার শাহ রোড। সোমবার সাতসকালে এই এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ হয়েছেন এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর বাড়িতে আগুন লাগে। তার মা যখন রান্না করছিলেন সেই সময়ই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। অগ্নিদগ্ধ হন ওই যুবক। তবে ঠিক কোন কারণে সিলিন্ডার ফাটল তা তদন্ত করে দেখছে পুলিশ।প্রসঙ্গত, উৎসবের মরশুমে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই টেরিটি বাজার, শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লেগেছিল।