ফের সরগরম বাংলাদেশের রাজনীতি, ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত হাসিনার

0
2

ফের সরগরম বাংলাদেশের রাজনীতি। অবিকল শেখ হাসিনার কণ্ঠস্বর। যদিও তার সত্যতা বিচার করেনি বিশ্ব বাংলা সংবাদ। তবে বাংলাদেশের সামাজিক মাধ্যমে ফোনালাপটি ঝড় তুলেছে।

দেশত্যাগী প্রধানমন্ত্রীকে আওয়ামী লিগের এক নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘তৈরি হও। আমি দেশের কাছাকাছিই আছি। ডিসেম্বরেই চলে আসতে পারি।’
আওয়ামী লিগ সভানেত্রীর কথায়, আমি এতদিন মুখ খুলিনি। আমি জানতাম ইউনুসরা পারবে না, ব্যর্থ হবে। এতদিন আন্তর্জাতিক দূনিয়ায় যারা ইউনুসের পাশে ছিল তারাও বুঝে গিয়েছে তাঁকে দিয়ে কাজ হবে না। ফোনে হাসিনার কণ্ঠে ছিল চ্যালেঞ্জের সুর।

আওয়ামী লিগের ওই নেতা হাসিনাকে বলেন, ‘আমাদের ঘরবাড়ি সব পুড়িয়ে দিয়েছে।’ হাসিনা বলেন, ‘বাড়িঘর পোড়ানো, অত্যাচারের ছবি ফেসবুকে দাও। আমিও হিসাব রাখছি কোথায় কী করছে।