ওয়াকফ ইস্যুকে (Waqf) বারবার নিজেদের মতো করে পেশ করার চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের। তার জন্য কখনও বিরোধীদের কণ্ঠরোধ, কখনও অপ্রাসঙ্গিক সাক্ষী, কখনও বা বিকৃত তথ্যের সাহায্য নিচ্ছে কেন্দ্রের সরকার। সোমবার সেই অভিযোগে ফের জেপিসি (JPC) বৈঠক ওয়াক আউট (walkout) বিরোধীদের। গত বৈঠকে এভাবেই প্রতিবাদ করার দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সাসপেন্ড (suspend) হতে হয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও তারপরেও কেন্দ্রের দ্বিচারিতার ছবিটা বদলায়নি।

জেপিসির (Joint Parliamentary Committee) শেষ বৈঠকে ওয়াকফ বোর্ডের তথ্য দিতে ওড়িশার দুটি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) তথ্য পেশ করা শুরু হতেই প্রতিবাদ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির অপ্রাসঙ্গিক যুক্তির প্রতিবাদ করে কোপের মুখে পড়েন তৃণমূল সাংসদ।

তারপরেও ওয়াকফ নিয়ে মিথ্যা পরিবেশন বন্ধ হয়নি বিজেপির। সোমবার বিরোধী সাংসদরা অভিযোগ তোলেন দিল্লির ওয়াকফ বোর্ডের (Delhi Waqf Board) প্রাথমিক রিপোর্ট পুরোপুরি বদলে দেন এমসিডি (MCD) কমিশনার ও ওয়াকফ বোর্ডের প্রশাসক অশ্বিনী কুমার। প্রতিবাদে আপ (AAP), কংগ্রেস (Congress), ডিএমকে (DMK) সংসদরা বৈঠক বয়কট করেন সোমবার। আরও একবার ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের দ্বিচারিতা তুলে ধরেন তাঁরা। পরে আবার যোগ দেন বৈঠকে।








































































































































