২০২৫ সালে ‘গগনযান’ অভিযান হচ্ছে না। সিদ্ধান্তে বদল আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো জানিয়েছে, নিরাপত্তার কারণে ২০২৫ সালে ‘গগনযান’ অভিযান করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে ২০২৬ সালে এই অভিযান হবে। ভারতের ‘গগনযান’ সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠাবে ভারত।

পাশাপাশি, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ‘চন্দ্রযান-৪’ এবং ‘নিসার’-এর উৎক্ষেপণ সূচিও ঘোষণা করেছেন। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’। ‘চন্দ্রযান-৪’ অভিযান হবে ২০২৮ সালে। সোমনাথ আরও জানান, “জাপানের মহাকাশ সংস্থা জাক্সা-র সঙ্গে যৌথ চন্দ্র অভিযানের পরিকল্পনাও করা হয়েছে। অভিযানের নাম হবে ‘চন্দ্রযান-৫’।” তবে ওই অভিযানের এখনও কোনও তারিখ জানায়নি ভারতীয় মহাকাশ গবেষণা।
আরও পড়ুন- আরও কমছে কলকাতা-দিঘার দূরত্ব! নয়া ৪টি বাইপাস তৈরির সিদ্ধান্ত রাজ্যের







































































































































