হালিশহরে এক ছোট্ট বিবাদ শেষ পর্যন্ত মৃত্যুতে পরিণত হলো। স্থানীয় বাসিন্দা পরশনাথ সাউ (৭০) নামে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে বেলুড়পাড়া এলাকার এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হালিশহর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, রবিবার রাতে পরশের মেয়ে বাড়ির সামনেই কাপড় শুকোতে দিয়েছিলেন। আর এই সামান্য ব্যাপার নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয়। এমনকি বাড়ির বাইরে বেরিয়ে এসে ঝগড়া থামাতে যান পরশনাথ। কিন্তু এই পরিস্থিতিতে তিন প্রতিবেশী হঠাৎ করে তাঁকে আক্রমণ করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশীরা তাঁকে প্রথমে মারধর করতে শুরু করেন এবং পরে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।রক্তক্ষরণ হওয়ায় তিনি রাস্তায় পড়ে যান। ঘটনাস্থল থেকে পরশনাথকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু পরশনাথকে হাসপাতালে ভর্তি করানোর কিছু সময়ের মধ্যেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, হত্যাকারীদের কঠোর শাস্তি হওয়া উচিত এবং এমন একটি তুচ্ছ কারণকে কেন্দ্র করে কেন এমন বর্বরতা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীও।