উৎসবের মরশুমে বাঙালির পকেটে সাইবার টান। বিভিন্ন সাইট থেকে অনলাইন কেনাকাটা (online purchase) করতে গিয়ে বিভিন্ন উপায়ে ঠকে যাওয়ার ঘটনায় বারবার সাইবার থানার (Cyber Police) দ্বারস্থ হতে হয় নাগরিকদের। এবার তাই দীপাবলির (Diwali) আগেই নাগরিকদের অনলাইন কেনাকাটা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার (CP) মনোজ ভার্মা (Manoj Verma)।
প্রতিটি অনলাইন লেনদেনের আগে সেই অনলাইন ঠিকানা বিচার করে নেওয়ার বার্তা দেন সিপি (Commissioner of Police) মনোজ ভার্মা। একবারের জায়গায় একাধিকবার যাচাইয়ের পরামর্শও দেন তিনি।
সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানান প্রতারিত হওয়ার পর যত দ্রুত অভিযোগ জানানো যাবে, তত সেই প্রতারিত (fraud) টাকার অঙ্ক ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। তিনি আবেদন করেন, যেন প্রতারণার (fraud) ঘটনার পর দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তাতে টাকা উদ্ধারের সম্ভাবনা অনেকটা বেশি থাকে।