রবিবার সকালে মহারাষ্ট্রের বান্দ্রায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। ট্রেনটি ইন্দোর থেকে রতলাম যাচ্ছিল। মাঝপথেই এই বিপত্তি। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচান।
পশ্চিম রেলওয়ের রতলাম ডিভিশনের সিপিআরও এক বিবৃতিতে বলেছেন, ট্রেন নম্বর ০৯৩৪৭ ড. আম্বেদকর নগর-রতলাম ডেমু ট্রেনে রবিবার সন্ধ্যা ৫.২০ মিনিটে আগুন লাগে। রুনিজা ও নওগাঁর মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইন্দোর থেকে রতলামগামী ডেমু ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তখন ট্রেনটি রুনিচা ও প্রীতম নগরের মধ্যে ছিল। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছনোর পরিস্থিতি না থাকায় স্থানীয় লোকজন ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় কৃষকরা তাঁদের মোটর পাম্প ও পাইপ দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর ট্রেনটিকে রতলামে আনতে অন্য একটি ইঞ্জিন ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল প্রশাসন।
আরও পড়ুন- শ্লীলতাহানিতে অভিযুক্ত তন্ময়কে সাসপেন্ড করে মুখ বাঁচানোর চেষ্টা CPIM-এর