বাংলায় এসে প্রতি ছত্রে রাজনীতি করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচন নেই বলেই কী ‘জনদরদী’ অমিত শাহ সাড়া দিলেন না আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার, প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও রাজ্যের শাসকদল নির্যাতিতার পরিবারের আবেদনের পর থেকেই দাবি করেছিল সিবিআই তদন্তাধীন আর জি কর ( G Kar Hospital) ধর্ষণ-খুনের মামলায় দ্রুততার জন্য অমিত শাহের অবশ্যই দেখা করা উচিত নির্যাতিতার পরিবারের সঙ্গে।
রবিবার বঙ্গসফরে এসে আর জি কর নিয়ে কার্যত মুখে কুলুপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Minister of Home Affairs)। ইজেডসিসি-(EZCC)র দলীয় কর্মীসভায় বাংলা বিরোধী বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুলতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর মুখে জায়গা পেল আর জি করের নির্যাতিতার কথা। যদিও তিনি বেমালুম ভুলে গেলেন নির্যাতিতার বাবা-মা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
আর জি করের ঘটনা সিবিআই (CBI)-এর তদন্তাধীন। এই সময়ে বিচার দেওয়ার এক্তিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে এনিয়ে জবাব দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাই তাঁর এই পরিবারের সঙ্গে দেখা করা উচিত বলেই দাবি জানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তিনি জানান, “বিভিন্ন সূত্রে জেনেছি তাঁর বাবা-মা অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই অমিত শাহর উচিত, রাজনীতি পরে হবে। আগে নির্যাতিতার বাবা-মাকে সময় দেওয়া। তাঁদের কথা শোনা। কারণ তদন্তটা এখন সিবিআইয়ের হাতে।”