বৃহস্পতিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শারদ পাওয়ারের এনসিপি (NCP)। কংগ্রেস, শিবসেনা উদ্ধব শিবিরের সঙ্গে আসন সমঝোতা হতেই মহারাষ্ট্র নির্বাচনে তৎপর বিরোধী শিবির। কার্যত পরিবারের মধ্যে লড়াই এনসিপিতে প্রথম নয়। এনসিপি-র প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ছবি আবার দেখা গেল। বিধানসভা নির্বাচনে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) প্রতিদ্বন্দ্বী ভ্রাতুস্পুত্র যুগেন্দ্র পাওয়ার (Yugendra Pawar)।
লোকসভা নির্বাচনে এনসিপি অজিত গোষ্ঠীর প্রার্থী তথা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) প্রায় দেড় লক্ষ ভোটে পরাজিত করেন শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Suley)। সেই নির্বাচনে বারামাটি (Baramati) কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যুগেন্দ্র। সুপ্রিয়া সুলের জয়ে অনেকটাই ভূমিকা ছিল তরুণ যুগেন্দ্রর, দাবি মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের।
এবার সেই যুগেন্দ্র লড়াই করবেন বারামাটি (Baramati AC) আসন থেকে। অজিত গোষ্ঠী গত বিধানসভা নির্বাচনেও মাত্র একটি আসনে জয় লাভ করেছিল। তাই বারামাটি আসন অজিত গোষ্ঠীর জন্যও প্রেস্টিজ ফাইট। ভাই শ্রীনিবাসের ছেলে যুগেন্দ্রর মুখোমুখি অজিত (Ajit Pawar) এবার সেই বারামাটিতে (Baramati AC)। মহারাষ্ট্রে এক দফায় নির্বাচন ২০ নভেম্বর। ২৩ নভেম্বর ফলাফল জানা যাবে বারামাটি এনসিপি-র কোন গোষ্ঠীর হাতে থাকবে।