নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই জমে উঠল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেও, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য অনেকটাই কমে গেল রোহিত শর্মার দলের। যার ফলে ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারতীয় দলকে পরের ছ’টি টেস্টের পাঁচটিতেই জিততে হবে টিম ইন্ডিয়াকে।
এদিন কিউইদের কাছে হারতেই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচ হারল ভারত। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিতেরা জয় পেয়েছেন ৮টি ম্যাচে। এবং ড্র হয়েছে একটি ম্যাচ। চারটি ম্যাচ হারায় এবং একটি ম্যাচ ড্র হওয়ায় ভারতের ঝুলিতে এসেছে ৯৮ পয়েন্ট। মন্থর বোলিংয়ের জন্যও ২ পয়েন্ট কাটা গিয়েছে রোহিত শর্মার দলের। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের ৬২.৮২ শতাংশ পেয়েছেন রোহিতেরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে জিতেছে আটটি। হেরেছে তিনটি ম্যাচ এবং ড্র করেছে একটি । তবে মন্থর বোলিংয়ের জন্য কামিন্সদের ১০ পয়েন্ট কাটা যাওয়ায় তাঁদের সংগ্রহ ৯০ পয়েন্ট। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০। তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। ন’টি টেস্ট খেলে পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা। তাদের কোনও পয়েন্ট কাটা যায়নি মন্থর বোলিংয়ের জন্য। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে ৬০ পয়েন্ট। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট।
আরও পড়ুন- এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের