সোনালী ধাতুর দামের পতন কিছুতেই যেন হচ্ছে না। উৎসবের মরসুম শেষেই বিয়ের লগন শুরু হবে। অথচ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর আসন্ন ধনতেরাস, দীপাবলীর (Diwali ) প্রাক্কালেও সোনা এবং রুপো (Gold Silver Rate) দুই ধাতুরই দাম ঊর্ধ্বমুখী। কেনা দূরে থাক, দাম শুনেই বুক দুরুদুরু। আপাতত যা জানা যাচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি সোনার দাম কমার কোনও সম্ভাবনা নেই। শনিবার আবার ২২ ক্যারেটের সোনার দাম অনেকটাই বেড়ে গেল।

২৭ অক্টোবর, শনিবার এক গ্রাম ২৪ ক্যারেট সোনার (Fine Gold) দাম হয়েছে ৭ হাজার ৮৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম সোনা কিনতে লাগবে ৭ হাজার ৪৭২ টাকা। পাশাপাশি এক গ্রাম রুপোর দাম হয়েছে ৯৭ হাজার ২৮১ টাকা যা GST মিলিয়ে এক লক্ষ দাম ছাড়িয়ে গেছে।







































































































































