ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ যুবক। শনিবার সকালে নিউটাউন গৌরাঙ্গ নগর বাগজোলা খাল (Bagjola canal) থেকে উদ্ধার হল সেই যুবকের দেহ (Dead Body)। স্থানীয় সূত্রে খবর, সকালে বাগজোলা খালে দেহ ভাসতে দেখা যায়। তারপরই দেরি না করে নিউ টাউন থানায় (New Town Police Station) খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে নিউটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজ মাইতি। গত পরশুদিন বাড়িতে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায় সুরজ। এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ জানতে পেরেছে, নিউটাউনের জ্যোতি নগর এলাকার বাসিন্দা ওই যুবক। কিন্তু কীভাবে তাঁর দেহ সেখানে এল? কেউ বা কারা যুবককে খুন করে খালে ফেলে দিয়ে পালিয়ে কী না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।