এবার বোমাতঙ্ক তিরুপতির একাধিক হোটেলে, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত!

0
2

গত কয়েকদিন ধরে প্রায় শতাধিক বিমানে হুমকিবার্তা সহ বোমাতঙ্কে (Bomb Threat) ব্যাহত স্বাভাবিক উড়ান পরিষেবা। কখন বিমানে জরুরি অবতরণ। কখন হাই অ্যালাট জারি করে চলেছে তল্লাশি। যদিও এখন পর্যন্ত কোনও ক্ষেত্রেই সন্দেহজনক কিছুর সন্ধান মেলেনি। আর এবার এরই মধ্যে অন্ধপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দির সংলগ্ন একাধিক হোটেলে ছড়াল বোমাতঙ্ক (Bomb Threat)। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো পর্যটক ও হোটেল (Hotel) ব্যবসায়ীরদেরর মধ্যে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় তিরুপতি মন্দির (Tirupati Temple) সংলগ্ন তিনটি হোটেলে হুমকি মেল আসে। তার মধ্যে রয়েছে লীলা মহল (Lila Mahal), কপিলা তীর্থ (Kapila Tritho) ও আলিপিরি (Alipiri) একটা একটি হোটেল। সেই ইমেলে জানানো হয়, “হোটেলে বিস্ফোরক রেখেছে পাক (Pakistan) গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে। রাত ১১টার মধ্যে হোটেল খালি করুন।” হোটেল কর্তৃপক্ষেরর কাছে এই হুমকি ইমেল (Email) আসার পরেই শোরগোল পড়ে যায়। ঝুঁকি না নিয়ে হোটেল (Hotel) গুলি সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়।

খবর পেয়েই পুলিশের (Police) সাথে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াড ও বিশাল পুলিশবাহিনী। তিরুপতি মন্দির (Tirupati Temple) সংলগ্ন হোটেল তিনটি খালি করিয়ে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে খবর। তবে কোথা থেকে এই হুমকিবার্তা এসেছিল, ইমেল পরীক্ষা করে আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিমানে বোমাতঙ্কের হুমকি বার্তার মাঝেই হোটেলে এমন কাণ্ড। ফলে ভুয়ো হুমকি বার্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ও কঠোর শাস্তি দেওয়ারও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।