‘ডানা’র (Dana) আতঙ্কে বন্ধ হওয়া গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল বিমানবন্দর। শুক্রের সকালে বৃষ্টির দুর্যোগ থাকলেও আটটা থেকে ভুবনেশ্বর এবং নটা থেকে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) উড়ান ওঠা নামা শুরু হয়েছে। যাত্রীসংখ্যা অন্যান্য দিনের মতো স্বাভাবিক। এর পাশাপাশি সকাল ১০টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Division) এবং হাওড়া (Howrah) মেন লাইনে চালু হল লোকাল ট্রেন পরিষেবা।

ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি একগুচ্ছ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল (ER) । ২৪ অক্টোবর রাত আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যার জেরে সমস্যায় পড়েছিলেন অনেকেই। বাইরে থেকে আসা বিভিন্ন যাত্রীদের রাতের স্টেশন চত্বরেই কাটাতে হয়। এদিন সকাল থেকেও প্লাটফর্মে নিত্যযাত্রীদের ভিড় জমতে থাকে। এরপর নির্দেশিকা অনুযায়ী শুক্রবার সকাল দশটায় শিয়ালদহের ১৫ নাম্বার প্ল্যাটফর্ম থেকে ডাউন সোনারপুর লোকাল রওনা দেয়। একে একে বারুইপুর, ক্যানিং, লক্ষীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়েছে। একই ছবি হাওড়াতেও। সকাল দশটা পর্যন্ত হাওড়া মেন লাইনের লোকাল ট্রেন বন্ধ থাকলেও ভোর সাড়ে পাঁচটার পর থেকে বিভিন্ন স্টেশনে ট্রেন নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, আরামবাগ, শেওড়াফুলি-সহ মেন লাইনের সব শাখাতেই ট্রেন চলাচল শুরু হয়েছে।



 
 
 
 


































































































































